Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুলেটে নয় খেলা হবে ব্যালটে- মমতা

বুলেটে নয় খেলা হবে ব্যালটে- মমতা




নাগড়াকাটা,জয়ন্ত বর্মন :: চতুর্থ দফা ভোট কোন রকম কাটলোও পরবর্তী পঞ্চম দফা ভোটের প্রস্তুতির আগমুহূর্তে জলপাইগুড়ি জেলার নাগড়াকাটা বিধানসভার জোসেফ মুন্ডার সমর্থনে টিয়াবন ময়দানে সভা করতে আসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

উল্লেখ্য গত শনিবার কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন চারজন। আর এই মৃত্যুর পরেই এদিনের সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নেত্রী স্বয়ং কোচবিহারে শীতলকুচি ঘটনাকে গণহত্যার আখ্যা দিয়েছেন এছাড়াও তিনি বলেন- গুজরাত হতে দিবোনা বাংলাকে-"বাংলা আমার নিজের মেয়েকেই চায়" বুলেটে নয় খেলা হবে ব্যালটে।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code