কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন




কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেই জানানো হয়েছে কমিশনের নোটিশে। শনিবারের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




গত বুধবার কোচবিহারের এক সভায় "সিআরপিএফ যদি ভোট দিতে বাধা দেয় তাহলে একদল মহিলা তাদের ঘিরে রাখবেন। অন্যরা ভোট দেবেন।" এমনটাই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আমি সিআরপিএফকে শ্রদ্ধা করি। ওরা রিয়েল জওয়ান। কিন্তু 'দে আর ডুইং নুইসেন্স'। আমি বিজেপি-র সিআরপিএফকে রেসপেক্ট করি না। এরা মহিলাদের মারছে। মানুষকে হ্য়ারাস করছে।




এর আগে মমতার ধর্মীয় সম্প্রদায় নিয়ে করা মন্তব্যকে মডেল কোড অব কনডাক্ট ভঙ্গ বলে মনে করেছিল কমিশন। এবারও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মমতার মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গ বলেই মনে করছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেছেন তা অত্যান্ত দুর্ভাগ্যজনক বলা হয়েছে।