নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শুভেন্দুকে নোটিশ কমিশনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার একই অভিযোগে শুভেন্দুকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। তাঁর কাছে নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চাইল কমিশন। ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু এমনই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন সিপিআইএমএল নেত্রী কবিতা কৃষ্ণন। ওই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে নোটিস পাঠিয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ মার্চের সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'একদিকে বেগম লড়ছেন। অন্যদিকে আপনাদের পরিবারের ছেলে, ছোট ভাই, বন্ধু ও ছোটদের বড় দাদা। কাকে বাছবেন আপনারা? বেগমকে একটাও ভোট দেবেন না। বেগমকে ভোট দিলে মিনি পাকিস্তান হয়ে যাবে।'
গত ৩ মার্চ তারকেশ্বরে ভোটপ্রচারে সংখ্যালঘুদের এক হওয়ার ডাক দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় কমিশন। সাম্প্রদায়িকভাবে ভোট ভাগের চেষ্টা করছে মমতা এমনটাই অভিযোগ ছিল বিজেপির। ৪৮ ঘণ্টার মধ্যে ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে তৃণমূলনেত্রীকে। ডোমজুড়ের সভা থেকে কমিশনের নোটিসের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'১০টা শোকজ করলেও কিছু যায় আসে না। আমার উত্তর একই থাকবে। রোজ হিন্দু-মুসলমান করছে, মোদীর বিরুদ্ধে ক'টা অভিযোগ হয়েছে? নন্দীগ্রামে মুসলিমদের যাঁরা পাকিস্তানি বলেছিলেন, কটা অভিযোগ হয়েছে? খালি তৃণমূলের বিরুদ্ধে সব অভিযোগ।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊