Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতলকুচিতে দিলীপ ঘোষের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ময়না থানা ঘেরাও ও ডেপুটেশন BJP-র



শীতলকুচিতে দিলীপ ঘোষের আক্রান্ত হওয়ার প্রতিবাদে ময়না থানা ঘেরাও ও ডেপুটেশন BJP-র


সুজিত মণ্ডল, ময়না: 



কোচবিহার জেলায় শীতলকুচি তে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হওয়ার প্রতিবাদে আজ ময়নায় বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ময়না বিজেপি প্রার্থী অশোক দিন্দা জেলা সহ-সভাপতি আশিস মণ্ডল জেলা সাধারণ সম্পাদক চন্দন মন্ডল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা এবং 500 জন. বিজিপি কর্মী . ও সমর্থকরা .ময়না থানার ওসি নিকট স্মারকলিপি জমা দেন অশোক দিন্দা। 


প্রসঙ্গত, গত বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা করে ফেরার পথে রাজ‍্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হন। দিলীপ ঘোষের দাবি, আক্রমণের জেরে বাম হাতে আঘাত পেয়েছেন তিনি। করা হয়েছে গাঢ়ি ভাঙচুর। এলাকায় ব‍্যাপক বোমা বাজির অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে রাজ‍্যের ময়না বিধানসভায় বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। 



শীতলকুচিতে দীলিপ ঘোষের ওপর আক্রমনের প্রতিবাদে ময়নায় ডেপুটেশন বিজেপির

Posted by Sangbad Ekalavya on Thursday, April 8, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code