করোনার প্রভাবে এবারো ভিড় নেই চৈত্রী ছটের ঘাটে 



জলপাইগুড়িঃ  আজ চৈত্রী ছট। হিন্দি ভাষীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। চৈত্র মাসে এই ছট পুজো হয় বলে এই পুজোকে চৈত্র ছট বলা হয়।

সাধারণত কালিপুজোর পর যে ছট পুজোটি হয় সেই ছট পুজোই এটা। নিয়ম আচার বিধি সবটাই এক।অনেক হিন্দী ভাষী ছট ভক্তরা এই সময়ে এই পুজো করে আসছেন। যদিও গতবার করোনার কারণে কিংসাহেবের ঘাটে চৈত্রী ছট অনুষ্ঠিত হয়নি।

এই বারও করোনার সংক্রমণ বৃদ্ধিতে সামাজিক দূরত্ব মেনেই কয়েক জন ছট ভক্তদের উপস্থিতে কিংসাহেবের ঘাটে করলা নদীর ধারে ছট পুজো অনুষ্ঠিত হল।