প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়
প্রয়াত কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সহধর্মিনী দীপা চট্টোপাধ্যায়। গতকাল রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর চারমাস পর প্রয়াত হলেন সৌমিত্র-জায়া দীপা চট্টোপাধ্যায়।
মৃত্যুকালে সৌমিত্রের স্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি বিকল হয়েই মৃত্যু, খবর পারিবারিক সূত্রে।
১৯৬০ সালে বিয়ে হয় সৌমিত্র-দীপার৷ সামলেছেন ব্যস্ত অভিনেতার ঘর৷ তবে চিরকালই আড়ালে থাকতে পছন্দ করেছেন দীপা৷ সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর থেকে ঘনঘন অসুস্থ হতে থাকেন তিনি৷ শেষ পর্যন্ত মৃত্যু হল দীপা চট্টোপাধ্যায়ের৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊