Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোদীর জনসভায় যেতে দেওয়া হয় টাকার কুপন, রাফাল চুক্তিতে ঘুষ দাবি সুখেন্দুর



মোদীর জনসভায় যেতে দেওয়া হয় টাকার কুপন, রাফাল চুক্তিতে ঘুষ দাবি সুখেন্দুর 


ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাশ কুপন বিলি করছে বিজেপি‘, সাংবাদিক বৈঠকে দাবি সুখেন্দুশেখরের। তিনি বলেন, ‘ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাশ কুপন বিলি করছে বিজেপি। সেখানে মোদির সভায় গেলে ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আইনানুগ তদন্ত করে ব্যবস্থা নিক কমিশন।’



এদিন রাফাল চুক্তি নিয়েও সরব হন তিনি। তিনি বলেন, ‘রাফাল নিয়ে ফ্রান্সে দুর্নীতির তথ্য এসেছিল আগেই। ভারতের মতো সেখানেও পরে সবকিছু আড়াল হয়ে যায়। রাফাল চুক্তিতে ঘুষের কথা রবিশঙ্কর প্রসাদ কার্যত মেনেছেন। উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক।’ দেখুন ভিডিও- 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code