করোনা আক্রান্ত কংগ্রেস নেতা শশী থারুর
এবার করোনা আক্রান্ত কংগ্রেস নেতা শশী থারুর। বুধবার নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে করোনা আক্রান্তের খবর জানান তিনি। তিরুবন্তপুরমের সাংসদ শশী থারুর আরো জানান তাঁঁর বোন ও ৮৫ বছর বয়সী মা -ও করোনায় আক্রান্ত হয়েছে।
টুইটারে তিনি লেখেন, 'পরীক্ষার করার জন্য দুদিন অপেক্ষা করার পর আরও একদিন ও অর্ধেকবেলা পর নিশ্চিত হলাম আমি কোভিড পজিটিভ'। থারুর মনের একটি "ইতিবাচক" ফ্রেমে মারণ ভাইরাসে মোকাবিলা করারও আশা করেছিলেন।
After waiting two days for a test appointment and another day & a half for the results, I finally have confirmation: I’m #Covid positive. Hoping to deal with it in a “positive” frame of mind, with rest, steam & plenty of fluids. My sister& 85 year old mother are in the same boat.
— Shashi Tharoor (@ShashiTharoor) April 21, 2021
এর আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাহুল গান্ধীও করোনা আক্রান্ত হয়েছে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি সারা দেশে। একে একে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊