Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ রাজ্যের কোন কোন কেন্দ্রে নির্বাচন? জানুন বিস্তারিত

আজ রাজ্যের কোন কোন কেন্দ্রে নির্বাচন? জানুন বিস্তারিত 





রাজ‍্যে চলছে বিধানসভা নির্বাচন। আট দফায় নির্বাচনের ইতিমধ‍্যে পাঁচ দফায় নির্বাচন হয়ে গেছে। আর বাকি তিনদফা তার মধ‍্যে আজ ষষ্ট দফার নির্বাচন। উত্তর চব্বিশ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুরে ভোট আজ। জেনে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে- 


উত্তর ২৪ পরগনা (১৭)-

বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।



নদিয়া (৯)-

করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।


পূর্ব বর্ধমান (৮)-

ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


উত্তর দিনাজপুর (৯)- 

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code