করোনা আক্রান্ত মুখ‍্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র 





করোনা দ্বিতীয় ঢেউ ইতিমধ‍্যে প্রভাব ফেলেছে ভারতে। মাস্ক পড়া, সামাজিক দুরত্ব বজায় রাখাই এখন হাতিয়ার। এর মাঝেই রাজ‍্যে চলছে নির্বাচন। কোভিডের হাত থেকে রেহাই পায়নি তাবড় তাবড় নেতা-নেত্রী থেকে প্রার্থী, নির্বাচনের যুক্ত কর্মীদের । এবার করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। 


কয়েকদিন আগেই মেয়াদ শেষ হয়েছে সুনীল অরোরার। এরপরেই সুনীল অরোরার পদে বসেন সুশীল চন্দ্র। বাংলায় ভোটের মাঝেই মুখ‍্য নির্বাচন কমিশনার পরিবর্তন হয়। জানা যাচ্ছে এবার সেই নতুন মুখ‍্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রই করোনা আক্রান্ত। গত ১৩ই এপ্রিল বাঢ়ি থেকেই মুখ‍্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। কমিশনের এক আধিকারিক সূত্রে খবর তখনই কোভিড পজিটিভ রিপোর্ট এসেছিল তা‌ঁর। ভোটের বাকি দফাগুলি ভার্চুয়ালি ঘরে বসেই পরিচালনা করবেন বলে খবর। 




নির্বাচন কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র ও রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সুশীল চন্দ্র নির্বাচন কমিশনার থেকে মুখ‍্য নির্বাচন কমিশনার পদে বসেছেন। ফলে একটি পদ ফাঁকা। অন‍্যদিকে এর আগে জানা গিয়েছিল, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।