'ব্রিদিং ফ্রিলি', মুক্ত হাওয়ায় বুক ভরা শ্বাস নিচ্ছে ইজরায়েল
ইজরায়েলের এক সংবাদ মাধ্যমের হেডলাইন 'ব্রিদিং ফ্রিলি'। স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে ইজরায়েল তাই এই হেডলাইন। সারা বিশ্ব করোনার থাবায় জর্জরিত। এদিকে, করোনাকে এক প্রকার জয় করেই ফেলেছে ইজরায়েল। ফলে, স্বাধীনভাবে বুক ভরা শ্বাস নিচ্ছে ইজলায়েল। আসলে কড়া ভাবে নিয়ম মানা এবং টিকাকরণে চূড়ান্ত সাফল্যই এই সার্বিক সাফল্য।
গত বছরের ডিসেম্বর থেকে আমেরিকা টিকাকরণ শুরু করার পর ছাড়পত্র দেয় আমেরিকা। আর তখন থেকে টিকাকরণ চালু করেছিল ইজরায়েল। যদিও অন্য দুই দেশ টিকাকরণের গতি হারিয়ে ফেলে। ইজরায়েলে ১৬ বছরের বেশি সকলকেই টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোট জনসংখ্যার ৫৩শতাংশ মানুষের করোনার টিকাকরণ হয়েছে। প্রায় ৮১ শতাংশ মানুষ টিকার দুটি ডোজই নিয়েছে। এর সাথে সাথে কড়া করোনা বিধি পালন ইজরায়েলকে 'ব্রিদিং ফ্রিলি' করে ফেলেছে।
ফলে এদেশে করোনা সংক্রমণ কম। আর তাই খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারছে তাঁরা। তবে যেহেতু দেশ থেকে কিছুটা বিদায় নিলেও বিশ্ব থেকে করোনা বিদায় নেয়নি তাই মানা হচ্ছে চূড়ান্ত সতর্কতা মেনে চরা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊