Latest News

6/recent/ticker-posts

Ad Code

সূর্যাস্তের আলোয় মোহময়ী মৌনির ঝড়ে পড়েছে রূপের ঝলক

সূর্যাস্তের আলোয় মোহময়ী মৌনির ঝড়ে পড়েছে রূপের ঝলক 




বলিউডের হট নায়িকা মৌনি রায় সূর্যাস্তের আলোয় একমনে তাঁকিয়ে সূর্যের দিকে। গোলাপী রঙের ব্লাউজ ও গাউনে সুন্দরী গোলাপী আলোকছটা ছড়িয়ে একান্তে একের পর এক পোজ দিলেন ক‍্যামেরার সামনে। 




এ যেন অচেনা এক দেশে বেকলেস বিউটি। সামার লুকে টিলার ওপর বসে গালে হালকা ব্লাস অন, হাল্কা পিঙ্ক লিপস্টিক, আকর্ষণীয় আই মেক আপ নায়িকার। এই ছবি ইন্সটায় শেয়ার করেছেন মৌনি। আর তাতেই তাঁর অপরুপ লুকের প্রশংসা করছেন অনুরাগীরা। 




সেক্সি লুকে মৌনির এই সামার ছবিতে সর্ব্ত্র সূর্যের ছটা। এবছরেই মুক্তি পাওয়ার কথা ব্রহ্মাস্ত্রের। আলিয়া ও রণবীরের সাথে অভিনয় করেছেন তিনি। এর আগে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code