সাব এডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো WBPSC




বাংলা ও ইংরাজি সাব এডিটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। দুটি পদের জন্য মোট ৩জনকে নিয়োগ করা হবে। তথ্য সংস্কৃতি দফতরে এই প্রার্থী নিয়োগ করা হবে।

শূন্যপদ- ৩

আবেদনের সময়সীমা- ২০.০৪.২০২১ থেকে ১০.০৫.২০২১

বয়স সীমা- ১.০১.২১-এর মধ্যে কোনওভাবেই ৩৬ বছর অতিক্রম করা চলবে না। তবে সাব এডিটর পদে উচ্চশিক্ষা ও অভিজ্ঞ প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে বয়স বিবেচনার ভিত্তিতে কিছুটা শিথিল মনোভাব দেখাতে পারে কমিশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি।প্রতিষ্ঠিত মিডিয়া হাউসে প্রার্থীর তিন বছরের সাব এডিটর বা সাংবাদিক হিসাবে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। অথবা ৩ বছর মাস কমিউনিকেশনের প্র্যাকটিশনার হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাবলিক রিলেশনের শাখায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশনে ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। জার্নালিজম, মাস কমিউনিশেন, পাবলিক রিলেশনের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কোরেল ড্র অথবা ফ্রি হ্যান্ড বা পেজ মেকার অথবা ফটোশপ জানতে হবে।

বেতন- পে লেভেল-৩৫,৮০০ থেকে ৯২,১০০টাকা।

বিস্তারিত জানতে ভিজিট করুন- wbpsc.gov.in