মে মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে? জানুন বিস্তারিত





মে মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে নিজের প্রয়োজনীয় কাজ আগেই সেরে রাখুন নয়তো আপনাকে পড়তে হতে পারে বেশ ঝামেলায়। মে মাসে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ থাকলে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট দেখে রাখুন তবে কাজ করতে অনেক সুবিধা হবে। আরবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, মে মাসে মোট ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে অবশ্যই মনে রাখতে হবে রাজ্য অনুযায়ী ব্যাঙ্কের ছুটি আলাদা আলাদা।



১ মে ২০২১- মহারাষ্ট্র ডে এবং মে ডে ৷ এদিন শ্রমিক দিবস পালন করা হয় ৷ কলকাতা সহ দেশের একাধিক স্থানের ব্যাঙ্ক বন্ধ থাকবে এদিন।

৭ মে ২০২১- জামাত- উল- ভিদা-র জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ কেবল জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

১৩ মে ২০২১- ঈদ উল ফিতর

১৪ মে ২০২১- ভগবার শ্রী পরশুরাম জয়ন্তী, ও অক্ষয় তৃতীয়া ৷

২৬ মে ২০২১- বুদ্ধ পূর্ণিমা ৷চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি সহ একাধিক জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।




এই পাঁচ দিনের ছুটি ছাড়াও ৮ ও ২২ মে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এর পাশাপাশি মাসের প্রতিটি রবিবারেও বন্ধ থাকে ব্যাঙ্ক। মে মাসে মোট পাঁচটি রবিবার। ফলে আরও পাঁচদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ২, ৯, ১৬, ২৩ ও ৩০ মে রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।