করোনার বলি খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা, শোকপ্রকাশ মমতার
লাগাতার বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝড় আছড়ে পড়েছে দেশে। বাদ যায়নি বাংলাও। এদিকে বিধানসভা নির্বাচন চলছে রাজ্যে। এর আগে করোনায় প্রান গেছে দুই প্রার্থীর। এবার আরও এক প্রার্থীর প্রান গেল। করোনায় আক্রান্ত হয়ে প্রান হারালেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ষষ্ট দফার ভোটের আগের দিন করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভরতি হন কাজল সিনহা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়, ছিলেন ভেন্টিলেশনে। টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর রবিবার সকালে মারা যান তিনি।
খড়দহের তৃণমূল প্রার্থীর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমাদের খড়দহের প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে গভীর শোকাহত। মানুষের কল্যাণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অবিশ্রান্তভাবে প্রচার করেছেন। উনি আমাদের দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই শূন্যতা অপূরণীয়। ওঁর পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল।”
Very, very sad. Shocked. Kajal Sinha, our candidate from Khardaha, succumbed to Covid.He dedicated his life to serving people & just fought a tireless campaign. He was a long-serving committed member of @AITCofficial. We will miss him. My condolences to his family & his admirers
— Mamata Banerjee (@MamataOfficial) April 25, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊