কোভিড পরিস্থিতিতে বিশেষ বার্তা রুক্মিণীর- উচ্ছ্বসিত দেব 



বেশ কিছুদিন আগে অভিনেত্রী রুক্মিণী মৈত্র করোনা আক্রান্ত হয়েছিলেন; ভর্তি ছিলেন লীলাবতী হাসপাতালে। সেই সময়ে খুব কাছ থেকে দেখেছেন, মুমূর্ষু কোভিডরোগীদের প্লাজমা, অক্সিজেন, হাসপাতালের বেডের জন্য হাহাকার।


তবে অভিনেত্রী এখন পুরোপুরি সুস্থ। রাজ্যের বাড়ন্ত অতিমারী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রীও।সেই প্রেক্ষিতেই এমতাবস্থায় একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিলেন রুক্মিণী।


তিনি বলেন “কোভিডজয়ীরা দয়া করে প্লাজমা দান করুন। যাতে কিনা আপনি একজন রোগীকে বাঁচানোর পাশাপাশি তাঁর পরিবারের পাশেও দাঁড়াতে পারেন।”


প্রসঙ্গত,গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিমবঙ্গে কোভিডের শিকার ১৫, ৯৯২ জন। এতদিনের তথ্যের নীরিখে মৃতের সংখ্যাও ভাঁজ ফেলে দিয়েছে স্বাস্থ্যবিদদের কপালে। হাসপাতালগুলোতে কোভিড রোগী ভর্তি করাতে কিংবা একটা অক্সিজেন সিলিন্ডার পেতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 


এই কঠিন সময়ে করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তোলার জন্য প্লাজমার ভূমিকা ঠিক কতটা, তা রুক্মিণীর মৈত্রর জানা। আর সেই প্রেক্ষিতেই জনসাধারণের কাছে আর্জি জানিয়েছেন অভিনেত্রী।