Latest News

6/recent/ticker-posts

Ad Code

২ মে’‌র পর তদন্ত করবো, আমি ছেড়ে কথা বলার মানুষ নইঃ মমতা বন্দ্যোপাধ্যায়



 ২ মে’‌র পর তদন্ত করবো, আমি ছেড়ে কথা বলার মানুষ নইঃ মমতা বন্দ্যোপাধ্যায় 


রানাঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, শীতলকুচির ঘটনা অমিত শাহের প্ল্যান। প্রধানমন্ত্রী জানতেন। বিজেপি ছদ্মবেশী ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা করি না। আমাকে আঘাত করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তা পারবে না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে চলে যেতে দেব না। আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতেই হবে।’‌



মমতা বলেন, ‘‌পরিকল্পনা করে এতগুলি মানুষকে মেরে ফেলা হল। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর বিজেপি নেতারা বলে চলেছেন, গুলি করে মারো, মারো। এরা কী পাগল! এদের এখনই ব্যান করে দেওয়া উচিত। মা–বোনেরা বলুন তো, গুলি চালানোর জন্য ভোট দেবেন নাকি গুলি চালানোর বিরুদ্ধে ভোট দেবেন!’‌



হুঙ্কারের সুরে মমতা বলেন,‘‌২ মে ক্ষমতায় আসার পরই শীতলকুচির ঘটনা নিয়ে আমি তদন্ত করব। দেখব, কে কোথায় মিটিং করেছে। ঠিক ব্যবস্থা নেব। '

এদিন তিনি আরও বলেন, 'নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মারে। লজ্জা করে না। রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি কী করেছি। যে দলের সভাপতি বলে গুলি করে মারো, সেই দলকে এখনই নিষিদ্ধ করা উচিত। কারা সেদিন গুলি চালিয়েছিল, সেই পুরো তালিকা আমার কাছে আছে। ২ মে’‌র পর সব বের করব তদন্ত করে। আমি ছেড়ে কথা বলার মানুষ নই।’‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code