বিজেপি জিতলে কে হবে মুখ‍্যমন্ত্রী? ভূমিপুত্রেই শিলমোহর শাহ-র




বিজেপি জিতলে কে হবে মুখ‍্যমন্ত্রী? ভূমিপুত্রেই শিলমোহর শাহ-র 




চলছে বিধানসভা নির্বাচন। প্রথম থেকেই বিধানসভা নির্বাচনে এবার রাজ্য শাসক দল তৃণমূলের মূল বিরোধীর ভূমিকায় বিজেপি। এরপর বাম-কংগ্রেস-আই এস এফ জোট হওয়ার পর আরো এক পোক্ত বিরোধী তৃণমূলের সামনের। তবে প্রথম থেকেই বিজেপির মুখ‍্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা। চতুর্থ দফার ভোট শেষ সামনে পঞ্চম দফা এখনো সেই জল্পনা জিইয়েই রয়েছে। নির্বাচনের ঘন্টা বেজেছে থেকেই বিজেপির শীর্ষ নেতারা দাবি করছেন, ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে BJP। 




এদিকে বিজেপি নেতাদের মমতা বহিরাগত তকমা দেওয়ার পরেই বারে বারে মোদী-শাহ-দিলীপের মুখে শোনা গিয়েছে বাংলার মুখ‍্যমন্ত্রী হবেন কোনো এক ভূমিপুত্র। কিন্তু কে সে? যা এখোনো জল্পনা। কখনো দিলীপ ঘোষ, কখোনো শুভেন্দু অধিকারী, কখোনো স্বপন দাশগুপ্ত, কখোনো মিঠুন চক্রবর্তী আবার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চলেছিল জল্পনা। যদিও সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছিলেন সৌরভ। 




এদিন উত্তর ২৪ পরগনার কামারহাটিতে দলের কর্মীদের নিয়ে বৈঠকে ফের ভুমিপুত্রেই সায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, ‘বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।’ কিন্তু কে সে? কি তার নাম? তা এখনো ঘোষনা করেননি। এদিনেও জিইয়ে রাখলেন জল্পনা। এমনকী ভোটের ফলের আগে তা ঘোষণার সুযোগও নেই বলেই অনুমান রাজনৈতিক মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ