Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবছরও করোনার দাপটে বন্ধ থাকবে টোকিও অলিম্পিক !

এবছরও করোনার দাপটে বন্ধ থাকবে টোকিও অলিম্পিক !





গত বছর করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। এবছর টুর্নামেন্টটি আয়োজনে আশাবাদী ছিলেন আয়োজকেরা। জাপানে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে। দিন গণনাও শুরু হয়ে গেছে। যা আগের সমস্ত ঢেউয়ের থেকে মারাত্মক। ফলে ১০০ দিনেরও কম সময় বাকি থাকলেও অলিম্পিক অনিশ্চয়তায় ঘেরা।


করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে নতুন করে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের মতো এবারো বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। দিন গণনা শুরু হলেও আদৌ অলিম্পিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।


গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য তোশিহিরো নিকাই বলেছেন, 'অলিম্পিক বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তবে সফল অলিম্পিক আয়োজন করা জাপানের দায়িত্ব। আমাদের সামনে বিরাট সুযোগ। সেটা কাজে লাগাতে আমরা মরিয়া। একইসঙ্গে আমাদের সামনে এখনও অনেক প্রস্তুতি বাকি আছে।'


এবছর ২৩ জুলাই, ২০২১ টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা আর শেষ হবে ৮ আগস্ট ২০২১। এখন দেখার করোনা বাঁধা হয়ে দাঁড়ায় কিনা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code