প্রধানমন্ত্রীর মিটিং-এর লাইভ টেলিকাস্ট প্রোটোকল বিরুদ্ধ কাজ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী!
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের লাইভ সম্প্রচার করে প্রোটোকল ভাঙলেন।এই প্রথম মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কিছু অংশের কথা গোটা দেশ জানল৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা নিয়ে দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন। প্রধানমন্ত্রীর সেই বৈঠকের কয়েক মিনিট লাইভ সম্প্রচার করে বিবাদে জড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁকে স্বয়ং ধমক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানান, ইন হাউস মিটিং-এর লাইভ টেলিকাস্ট প্রোটোকল বিরুদ্ধ কাজ৷
যদিও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্তু দিল্লি সরকার পাল্টা জানিয়েছে,"মুখ্যমন্ত্রীর ভাষণের লাইভ সম্প্রচার করা যাবে না এমন কোনও লিখিত বা মৌখিক নির্দেশিকা কেন্দ্রের তরফে তাদের আছে এসে পৌঁছয়নি৷ এর আগেও দেশের নাগরিক সম্পর্কিত জরুরি আলোচনা যা গোপনীয় নয় তা লাইভ দেখানো হয়েছে৷ তবে এই ঘটনা থেকে কোনও অসুবিধা সৃষ্টি হলে তার জন্য দিল্লি সরকার অনুতপ্ত৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বঙ্গ সফর বাতিল করে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ ওই ১০ রাজ্যেই কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত৷ বৈঠকে কেজরিওয়াল দিল্লির অক্সিজেন সঙ্কটের কথা তুলে ধরেন৷
মুখ্যমন্ত্রী সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে বলেন ‘‘প্লিজ স্যার, আমরা আপনার গাইডেন্স চাই৷ অন্য রাজ্য থেকে অক্সিজেন দিল্লিতে পাঠানো হচ্ছে না৷’’
মুখ্যমন্ত্রীর এই কথাগুলিই টিভিতে লাইভ সম্প্রচার করা হয়৷ কেজরিওয়াল আরও বলেন, ‘‘দিল্লিতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন নেই৷ এখানে অক্সিজেন প্ল্যান্ট নেই বলে কি মানুষ অক্সিজেন পাবে না?"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊