নিজের শরীর নিয়ে সাহসি বক্তব্য ভারতীয় বংশোদ্ভূত মিস ইউনিভার্স অস্ট্রেলিয়ার
গত ২৮ অক্টোবর মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিন্সে ভার্চুয়ালভাবেই মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে ২৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুট নিজের মাথায় তুলে নেন মারিয়া।
জানা গেছে, ২৭ বছরের মারিয়ার জন্ম মেলবোর্নে হলেও তার বাবা-মা দুজনেই ভারতীয়। মারিয়ার বাবার জন্ম কেরালায় আর মা বড় হয়েছেন কলকাতায়। নব্বইয়ের দশকে মারিয়ার বাবা-মা ভারত ছেড়ে মেলবোর্নে চলে যান। মারিয়া অস্ট্রেলিয়াতেই বেড়ে উঠেছেন।
মারিয়া পেশায় একজন মেকআপ শিল্পী। নিজের ইউটিউব চ্যানেলে, ইন্সটাগ্রামে, ফেসবুকে মেকআপ ব্যবহারের টিউটোরিয়াল প্রকাশ করেন নিয়মিত।
সম্প্রতি instagram এ একাধিক ছবি দিয়েছেন মারিয়া। বিকিনি পরিহিত সেই ছবির ক্যাপশনে জানিয়েছেন- “If size mattered, the elephant would be the King of the jungle.” জিরো ফিগারের মারিয়ে নিজের দেহ সৌষ্ঠব নিয়ে লেখা এই মন্তব্যে সাহসী মারিয়াকে আরও একবার খুঁজে পেয়েছে নেটিজেনরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊