গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুল চালু করল প্রজেক্ট আর্থ অ্যাম্বাস্যাডার Griffins International School launches Project 'Earth Ambassador'





এপ্রিল ২০২১: খড়্গপুরের গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে 'আর্থ ডে" এর অর্থ শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ই নয়। এই দিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত শিক্ষার উদযাপনের এক বিশেষ দিন।

এবছর স্কুলটি কিছু পরিবেশ উৎসাহী ও জনসংযোগে পারদর্শী ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু করলো প্রজেক্ট "আর্থ অ্যাম্বাস্যাডার'। এই প্রজেক্ট এর মাধ্যমে ছাত্রছাত্রীরা মানুষকে প্লাস্টিক ব্যবহারের বিপদ ও কার্বন ফুট প্রিন্ট এর ক্ষতিকারক দিকগুলির ব্যাপারে সচেতন করে তুলবে। স্কুলের প্রিন্সিপাল শ্রীমতি শর্বরী ব্রহ্ম ও তাঁর আরও দুই সহযোগী মিলে ছাত্র-ছাত্রীদের এই প্রজেক্টটি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন।

শ্রীমতি ব্রহ্ম বলেন, "এই আর্থ অ্যাম্বাস্যাডার আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। আমরা দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা পরিবেশের ব্যাপারে বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল তারা পরিবেশ রক্ষার কাজে শামিল হতে অনেক বেশি উৎসাহী। আমরা চাই নতুন প্রজন্ম এই ভাবে এগিয়ে এসে সবার কাছে উদাহরণ হয়ে উঠুক।"


গ্রিফিনস ইন্টার্নেশনাল স্কুল এর চেয়ারম্যান শ্রী অভিষেক যাদব বলেন, "আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ইকো ব্রিকস তৈরীর কাজ শুরু করেছে। ইকো ব্রিকস প্লাস্টিক বর্জ্য কে পুনর্ব্যবহার যোগ্য করে তোলার একটি অভিনব উপায়। আমরা আশা করি এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ পরিবেশ সচেতনতা ক্ষেত্রে একদিন বিরাট প্রভাব ফেলবে। আমাদের কাছে শুধু এই পৃথিবী টুকুই আছে । ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটি সুস্থ পৃথিবী তুলে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।"

About Griffins International School

Griffins International School, Kharagpur (GIS) is promoted and managed by Govind Behari Yadav Trust with its registered office at Kharagpur- West Bengal. The school was founded with a vision to be a learning school that ignites inquisitive minds to innovate and inspire others.

Mr. Abishek Yadav, a chemical engineer from IIT Kharagpur and a versatile entrepreneur, is at the helm of the institution. His dream of developing & nurturing the young minds to become successful, responsible, and ethical leaders of tomorrow was the guiding principle behind the establishment of GIS, with a state-of-the-art infrastructure, sprawling across 14 acres of land.

GIS is setting a new benchmark for a world class school education system with a “Safety First” approach and robust infrastructure for a New India with 24 hours CCTV surveillance and the school buses fitted with CCTV & latest GPS systems.

The school with a lush green campus provides an enabling environment for every child to excel while enjoying with Art Studio, Swimming pool, Indoor & Outdoor games, Music Studio, Robotics lab, Amphitheatre, and Apple education programme.

For further information please visit: https://griffinsinternationalschool.in/