Latest News

6/recent/ticker-posts

Ad Code

কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল!

কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল! 




রাজ‍্য বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোট আগামী ২৯শে এপ্রিল। এদিনেই নির্বাচন অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। তার আগে কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল। আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল, সিদ্ধান্ত কমিশনের।


জানা যাচ্ছে একাধিক অভিযোগ পড়েছে তাঁর বিরুদ্ধে। ফলে তাঁকে নজরবন্দি করেছে কমিশন। নজরবন্দির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়নরা। করা হবে ভিডিওগ্রাফি এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। 


ভোটের মরশুমে এত দীর্ঘ সময় কোনও রাজনৈতিক নেতাকে নজরবন্দি করে রাখা নিসন্দেহে বেনজির সিদ্ধান্ত বলে দাবি করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর কমিশনের বিরুদ্ধে আদালতে যেতে পারেন এই দাপুটে নেতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code