অষ্টম তথা শেষ দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত 





২৯শে এপ্রিল অষ্টম দফা তথা শেষ দফা রাজ‍্য বিধানসভা নির্বাচনের। অষ্টম দফার নির্বাচনে চার জেলার ৩৫ আসনে ভোট। মালদা জেলার ৬ টি আসন, মুর্শিদাবাদের ১১ আসন, কলকাতার ৭ আসন, বীরভূমের ১১ আসনে ভোট। 




মালদা: 

মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর 

মুর্শিদাবাদ:

খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি

কলকাতা:

চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া

বীরভূম:

দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই




উল্লেখ‍্য, একুশের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট গ্রহণের সূচি প্রকাশ করে। আগামী বৃহস্পতিবার অষ্টম দফায় নির্বাচন। ভোট গণনা আগামী ২রা মে। ইতিমধ‍্যে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।