Latest News

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম তথা শেষ দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত

অষ্টম তথা শেষ দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত 





২৯শে এপ্রিল অষ্টম দফা তথা শেষ দফা রাজ‍্য বিধানসভা নির্বাচনের। অষ্টম দফার নির্বাচনে চার জেলার ৩৫ আসনে ভোট। মালদা জেলার ৬ টি আসন, মুর্শিদাবাদের ১১ আসন, কলকাতার ৭ আসন, বীরভূমের ১১ আসনে ভোট। 




মালদা: 

মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর 

মুর্শিদাবাদ:

খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি

কলকাতা:

চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া

বীরভূম:

দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই




উল্লেখ‍্য, একুশের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট গ্রহণের সূচি প্রকাশ করে। আগামী বৃহস্পতিবার অষ্টম দফায় নির্বাচন। ভোট গণনা আগামী ২রা মে। ইতিমধ‍্যে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code