অযথা আতঙ্কিত না হয়ে কীভাবে কোথায় করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করবেন জেনে নিন

credit: https://excise.wb.gov.in/


আপনার বা আপনার পরিচিত কারো কোভিড টেস্টে পজিটিভ আসলে তাঁকে হাসপাতালে ভর্তি করবেন-কিন্তু কোথায় বেড রয়েছে ? আর কীভাবেই বা যোগাযোগ করবেন- তা নিয়ে সব দুশ্চিন্তার অবসান করেছে রাজ্য সরকার। চালু করেছে  Integrated Covid Management System. 

এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনার রাজ্যের আপনার আশেপাশের কোন সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে বেড খালি রয়েছে কোভিড আক্রান্তদের জন্য। তাই অযথা আতঙ্কিত না হয়ে জেনে নিন কীভাবে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনি যোগাযোগ করবেন। 

প্রথমেই নীচের লিঙ্কে ক্লিক করতে হবে-

https://excise.wb.gov.in/CHMS/Public/Page/CHMS_Public_Hospital_Bed_Availability.aspx


এরপর dropdown menu থেকে আপনার জেলা নির্বাচন করুন। সাথে  

  • Government Hospital
  • Govt. Requisitioned Pvt. Hospital  
  • Private Hospital
এর মধ্যে যে কোন একটি সেলেক্ট করুন। এবার আপনার নির্বাচিত জেলায় কোথায় কোথায় কোভিড-১৯ আক্রান্তদের থাকবার ব্যবস্থা রয়েছে এবং ছেলে/মেয়ে হিসাবে কোথায় কত বেড রয়েছে তা দেখাবে। 

এবার আপনার নির্বাচিত স্বাস্থকেন্দ্রে ভর্তি করবার জন্য আপনার নির্বাচিত স্বাস্থকেন্দ্রের পাশে   Fill Online Form for Admission লেখাটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে একটু নতুন পেজ খুলবে। এই পেজে  কোভিড টেস্টের সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি দিয়ে সাবমিট করুন। অসুবিধা হলে স্বাস্থ্যকেন্দ্রের দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে নিন। 

অযথা আতঙ্কিত না হয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিশ্বমহামারীকে প্রতিহত করুন। া