Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারী রেফারি হাফপ্যান্ট পড়ায় সেন্সর - বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

নারী রেফারি হাফপ্যান্ট পড়ায় সেন্সর - বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

credit: sian massey fb



ইউরোপ, আমেরিকা, এশিয়া ছাড়িয়ে ফুটবলের জনপ্রিয়তা পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে। কিন্তু ওই অঞ্চলের দেশগুলো সব ধর্মীয় কট্টরপন্থী হওয়ায় মেয়েদের ফুটবল নিয়ে ব্যাপক কড়াকড়ি আছে সেখানে। কিছু দেশে তো মেয়েদের ফুটবল খেলা দূরের কথা, ফুটবল তারা দেখতেও পারে না! আর এবার ইরানে এমন এক কাণ্ড ঘটেছে, যার কারণে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। ইরানের শাস্তিও দাবি করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে।
credit: sian massey fb


গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহাম। ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সিয়ান মেসি নামের একজন নারী। 

শুধু সেই নারী রেফারি ম্যাচটিতে আছেন বলে ৯০ মিনিটের খেলাটির সম্প্রচারে বারবার বাধার সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। নারী রেফারিকে বারবার সেন্সর করে লন্ডনের রাস্তাঘাট আর পর্যটন স্থানের ছবি দেখানো হচ্ছিল! কারণ সেই নারী রেফারি হাফপ্যান্ট পরে ছিলেন। আর সেই হাফপ্যান্ট দেখেই সম্প্রচারকারীরা এই সেন্সর করে।

এমন ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ উঠেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code