Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রার্থী পছন্দ নয়, বিক্ষোভ সিতাই বিধানসভার বিজেপি কর্মীদের




প্রার্থী পছন্দ নয়, বিক্ষোভ সিতাই বিধানসভার বিজেপি কর্মীদের 



বেজে গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। গত কয়েকদিন আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। মোট আট দফায় নির্বাচন। আগামী ২৭শে মার্চ প্রথম দফার ভোট। প্রথমে প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি এরপর তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করে। কোচবিহার জেলার নয়টি বিধানসভার চতুর্থ দফায় অর্থাৎ ১০ই এপ্রিল। 




কোচবিহার জেলার সিতাই বিধানসভায় বিজেপির প্রার্থী করা হয়েছে দীপক রায়কে। প্রার্থীকেই দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। এদিন দেখা গেল তারই প্রতিফলন। দীপক রায়কে প্রার্থী পদ থেকে সড়াতে বিক্ষোভ দেখাতে শুরু সিতাইয়ের বিজেপি নেতা কর্মীদের একাংশ। প্রার্থী প্রত‍্যাহার না করা হলে অন‍্য ব‍্যবস্থা নেবে বলেও হুমকি দেন তাঁরা। তাঁদের দাবি, যারা বিজেপিকে সিতাই বিধানসভায় নিয়ে আসলো, এক হয়ে লড়াই করে বিজেপির ভীত তৈরি করলো তাঁদের সাথে কোনোরুপ কথা না বলেই প্রাক্তন কমিউনিস্ট নেতা দীপক রায় প্রার্থী করা হয়েছে। ফলে তারা বিজেপি থেকে সড়ে হয় নির্দল হয়ে দাড়াবে নয়তো চুপচাপ থাকবে। কিন্তু বিজেপিকে ভোট দেবেন। 


দেখে নেওয়া যাক কি বলছে তাঁরা: 


প্রার্থী পছন্দ নয়, বিক্ষোভ সিতাই বিধানসভার বিজেপি কর্মীদের

Posted by Sangbad Ekalavya on Tuesday, March 16, 2021


প্রসঙ্গত, কোচবিহার জেলার সিতাই বিধানসভায় বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দীপক রায়কে। অন‍্যদিকে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বাম-কংগ্রেস- আইএসএফ জোট সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেস নেতা কেশবচন্দ্র। নির্বাচনী লড়াইয়ে ইতিমধ‍্যে প্রচার শুরু করে দিয়েছে প্রত‍্যেক দলেই। কিন্তু প্রার্থী নিয়ে বিজেপির অন্দরেই এরুপ ক্ষোভ বিজেপিকে দুর্বল করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code