এবার প্রকাশিত হলো ভোট প্রচারে 'বাংলা নিজের মেয়েকে চায়' গান





বিধানসভা নির্বাচন ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ‍্যে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে এবারের বিধানসভা নির্বাচনে গানের ছড়াছড়ি। এর আগে বামেদের সুপারহিট হয়েছিল টুম্পার প্যারোডি। তারপর নিয়ে এল লুঙ্গি ডান্সের প‍্যারোডি। গতকাল তৃণমূল কংগ্রেস নির্বাচনী গান হিসাবে প্রকাশ করলো 'বাংলা নিজের মেয়েকে চায়'।


ভোটের দিন ঘোষণার পরের দিনই ভোট কুশলী প্রশান্ত কিশোর ট্যুইটে লেখেন, ‘গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে বাংলায়। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য প্রস্তুত রাজ্যের মানুষ। সঠিক সময়ে তাঁরা তাঁদের বার্তা দিয়ে দেবেন। বাংলা নিজের মেয়েকে চায়। ২ মে আমার আগের ট্যুইটটির কথা মনে করবেন।’ এবার প্রকাশিত হলো ভোট প্রচারে "বাংলা নিজের মেয়েকে চায়' গান।