ফের তৃণমূলে যোগ দিলেন একঝাঁক টলি তারকা 




২৭শে মার্চ থেকে রাজ‍্য-এ শুরু বিধানসভা নির্বাচন। তার আগে গোটা রাজ‍্যের বিভিন্ন এলাকায় দলবদল অব‍্যাহত। এর আগে ভোটের আবহেই একে একে একাধিক টলিউড তারকা যেমন যোগ দিয়েছে তৃণমূলে আবার যোগ দিয়েছে বিজেপিতেও। টলি তারকাদের রাজনীতিতে যোগদানে যেন হিড়িক পড়ে গেছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার তৃণমূলে যোগ দিল আরও এক ঝাঁক টলি তারকা। আজ তৃণমূলে যোগ দান করলেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, দুই অভিনেত্রী পায়েল দেব ও প্রিয়া পাল।




এদিন তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা। টেলিভিশন জগতের তিন জনপ্রিয় মুখ এই অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ, দুই অভিনেত্রী পায়েল দেব ও প্রিয়া পাল। 'সাঁঝের বাতি'র 'আর্যমান' ওরফে রিজওয়ান জানান, আজ অফিশিয়ালি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এতদিন ব‍্যক্তিগত জীবনে থেকে মানুষের পাশে থেকেছি। এখন মনে হচ্ছে সামনে গিয়ে পাশে থাকা দরকার। বড়রা এতদিন লড়েছেন, এবার তরুণ-তরুণীদের সামনে আসা উচিত।




অভিনেত্রী প্রিয়া পাল বলেন, "১০ বছর ধরে দিদিকে ভালোবাসি। এই সময় দিদির পাশে থাকা উচিত তাই অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত। অনেকেই নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়ে বিজেপিতে চলে গেছে তাই এই সময় আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। আমি অভিনয় করি, রাত ২টা-তেও শ্যুটিং শেষ করে গাড়ি চালিয়ে নৈহাটির বাড়িতে গেছি। কখনও সমস্যায় পড়িনি। বাংলা ঠিক এতটাই নিরাপদ রাজ্য।" পাশাপাশি তিনি আরো বলেন, দিদি শিল্পীদের জন্য অনেক করেছেন। সাধারণ মানুষের জন্যও দিদি অনেক করেন। দিদি সাধারণের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার পরিকল্পনাও করছেন। এছাড়াও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী-র মতো বহু প্রকল্প এনেছেন। তাই সকলকে দিদির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।''




এদিন পায়েল দেব বলেন, "সকালে মায়ের কাছে আশির্বাদ নিয়ে এসেছি আর এক মায়ের হাত ধরবো বলে। দিদির হাত সবার মাথার ওপর আশির্বাদ হয়ে আছে। আমি আভিনেত্রী জনতার কাছে যাওয়াই কাজ দেখছি দিদি লড়ছেন সেখান থেকেই অনুপ্রেরনা। আমাদের মতো অনেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংগঠনের সঙ্গে যুক্ত হলে সাধারণ মানুষের জন্য কাজ করাটা আমাদের পক্ষে অনেক সহজ হবে।''