৪ কেন্দ্রে প্রার্থী বদল তৃণমূলের



২৭শে মার্চ থেকে রাজ্যে শুরু বিধানসভা নির্বাচন। এর আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনের প্রার্থী ঘোষণা করেন এবং জানান তিনটি আসনে লড়বে না তৃণমূলের। ওই তিনটি আসন বন্ধুদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপর, জয়পুরের তৃণমূল প্রার্থীর হলফনামায় সামান্য ত্রুটির জন্য মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে ২৯০টি আসনে লড়তে হবে তৃণমূলকে। অবশেষে জয়পুরে দলেরই বিক্ষুব্ধ নেতা নির্দল প্রার্থীকে সমর্থন করার কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার চারটি আসনে বদল করা হল প্রার্থী।


নদিয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা এবং বীরভূমের দুবরাজপুর এই চার কেন্দ্রে প্রার্থী বদল করলো তৃণমূল। এর আগে নদিয়ার কল্যাণীতে রমেন্দ্রনাথ বিশ্বাস, উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে ধীমান রায়, উত্তর ২৪ পরগনায় আমডাঙা কেন্দ্রে মোস্তাক মোর্তাজা, দুবরাজপুরের তৃণমূল প্রার্থী হিসেবে অসীমা ধীবরের নাম ঘোষণা করা হয়। এবার এই চার আসনের প্রার্থী বদল করে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল।


এই চার আসনের নতুন প্রার্থী হলেন-

নদিয়ার কল্যাণী কেন্দ্রে প্রার্থী হলেন অনিরুদ্ধ বিশ্বাস।

উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে প্রার্থী হলেন নারায়ণ ঘোষ।

উত্তর ২৪ পরগনায় আমডাঙা কেন্দ্রে প্রার্থী হলেন রফিকুর রহমান।

দুবরাজপুরের তৃণমূল প্রার্থী হলেন দেবব্রত সাহা।