তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে এক আলোচনা চক্র অনুষ্টিত হল কেশিয়াড়ায়
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,১৮ মার্চ:
২০২১ এর নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেই সময় যতই গড়িয়েছে জেলাজুড়ে নির্বাচনী প্রচারে ঠিক ততই মরিয়া হয়ে উঠেছে শাসক দল। সেই মতো পিছিয়ে নেই বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। তারা বর্তমানের মতো আগামীতেও মুখ্যমন্ত্রী রূপে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই লক্ষ্যে বৃহস্পতি বার গঙ্গাজলঘাঁটি ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রিনা দাসের উদ্যোগে এবং সভানেত্রী ইন্দ্রানী দেঘরীয়ার সহযোগীতায় গঙ্গাজলঘাঁটির কেশিয়াড়ায় এক আলোচনা চক্রের আয়োজন করা হয় ।
এই আলোচনা চক্রে অংশ নেন গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সভাপতি শাশ্বতী নন্দী কর্মকার,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ ধবলকান্তি সিংহ, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি গৌতম গরাই প্রমূখ সহ দলীয় মহিলা নেত্রীবৃন্দ।
আজকের এই আলোচনা চক্র থেকে দলীয় কর্মী বৃন্দদেরকে, সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রচারের নিদান দিলেন সভানেত্রীরা । প্রসঙ্গত, নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। আট দফায় হবে নির্বাচন। ২৭শে মার্চ প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর প্রচার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊