লড়াই শেষ, জঙ্গি হামলায় প্রাণ হারালো ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায়



গোটা দেশ যখন রংয়ের উৎসবে মাতোয়ারা তখন দুঃসংবাদ সেনাজওয়ানের বাড়িতে। না চিকিৎসায় সাড়া দিলেও আর বাঁচানো গেল না। জঙ্গিদের হামলায় গুরুতর আহত ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায় আর নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে তার মৃত্যু হওয়ার কথা ফোন মারফত পরিবারের সদস্যদের জানানো হয়। আর তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকেই ধূপগুড়ি ভূতের হাট সংলগ্ন পশ্চিম শালবাড়ির বাড়িতে কান্নার রোল ওঠে। 



খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন জগন্নাথের বাড়িতে। এদিকে খবর পাওয়া মাত্র জগন্নাথের মা ও স্ত্রী কার্যত শোকে মুহ্যমান। তাদের সামাল দিচ্ছেন আত্মীয়-স্বজন। যদিও জগন্নাথের ছোট্ট সন্তান জানে না যে তার বাবা আর তাকে কোলে নিতে পারবে না।




প্রতিবেশীরা জানান, খুব ভালো ছেলে জগন্নাথ। পাড়ার সকলে তাকে চিনত। বাড়িতে ছুটিতে আসলে সকলের সাথে কথা বলত।

উল্লেখ্য গত ২৫ শে মার্চ জঙ্গিদের গুলিতে জখম হন জগন্নাথ রায়।