Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর কত প্রজন্ম ধরে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ চলবে-জানতে চাইলো সুপ্রিম কোর্ট

আর কত প্রজন্ম ধরে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ চলবে-জানতে চাইলো সুপ্রিম কোর্ট



আর কত প্রজন্ম ধরে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণ থাকবে, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 


চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণের বিষয় সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ৫ বিচারপতির ডিভিশনবেঞ্চ এই প্রশ্ন তুলেছে। 

চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি দিনের পর দিন চলতে থাকার কোনও অর্থ নেই। চাকরি ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ সংবিধানের সমানাধিকারের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে দেয়। 

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সরকারি আইনজীবী মুকুল রোহতাগি বলেন, “১৯৩১ সালের জনগণনার ভিত্তিতে এই সংরক্ষণের বিল পেশ হয়েছিল। সেই বিলের এবার পুনর্বিবেচনা করা উচিত। তবে গরিব ও পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের নির্দেশ দিয়েছে কেন্দ্র।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code