শনিবার রাতে আরও ৩৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস। ২৭শে মার্চ থেকে রাজ্যে নির্বাচন। তার আগে দল গুলি প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। বামফ্রন্ট ও আইএসএসফের সঙ্গে জোট বেধেই ভোট যুদ্ধে নামতে চলেছে কংগ্রেস।
৩৯টি কেন্দ্রের প্রার্থী তালিকাঃ
নাগরাকাটা: সুখবীর সুব্বা
কালিম্পং: দিলীপ প্রধান
ইসলামপুর: সাদিকুল ইসলাম
গোয়ালপোখর: মাসুদ নাসিম এহসান
কালিয়াগঞ্জ: প্রভাস সরকার
কুমারগঞ্জ: নার্গিস বানু চৌধুরি
রতুয়া: নাজেমা খাতুন
মোথাবাড়ি: মহম্মদ দুলাল শেখ
বৈষ্ণবনগর: আজিজুল হক
সামশেরগঞ্জ: মহম্মদ রিয়াজুল হক (মন্টু)
রঘুনাথগঞ্জ: আবদুল কাশেম বিশ্বাস
সাগরদিঘি: শেখ হাসানুজ্জামান (বাপ্পা)
মুর্শিদাবাদ: নিয়াজুদ্দিন শেখ
খড়গ্রাম: বিপদতারণ বাগদি
রেজিনগর: কাফিরুদ্দিন শেখ
হরিহরপাড়া: মীর আলমগির (পলাশ)
নওদা: মোশারফ হোসেন মণ্ডল (মধু)
কালিগঞ্জ: আবদুল কাসেম
কৃষ্ণনগর: উত্তর সিলভি সাহা
শান্তিপুর: ঋজু ঘোষাল
রানাঘাট: উত্তর-পশ্চিম বিজয়েন্দু বিশ্বাস
বাগদা: প্রবীর কীর্তনীয়া
বাদুড়িয়া: ড. আবদুস সাত্তার
ভাটপাড়া: ধর্মেন্দ্র সাউ
নোয়াপাড়া: শুভঙ্কর সরকার
পানিহাটি: তাপস মজুমদার
বরানগর: অমলকুমার মুখোপাধ্যায়
বসিরহাট: দক্ষিণ অমিত মজুমদার
কলকাতা পোর্ট: মহম্মদ মুখতার
ভবানীপুর: মহম্মদ সাদাব খান
রাসবিহারী: আশুতোষ চট্টোপাধ্যায়
চৌরঙ্গি: সন্তোষকুমার পাঠক
জোড়াসাঁকো: আজমল খান
পূর্বস্থলী দক্ষিণ: অভিজিৎ ভট্টাচার্য
দুর্গাপুর পশ্চিম: দেবেশ চক্রবর্তী
কুলটি: চণ্ডী দাস চট্টোপাধ্যায়
বারাবনি: রণেন্দ্রনাথ বাগচি
সিউরি: চঞ্চল চট্টোপাধ্যায়
মুরারই: মহম্মদ আসিফ ইকবাল
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊