কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা শুভেন্দু অধিকারীর 




কিছুদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে যোগদানের পর গত ৪ঠা জানুয়ারি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করে দেয় বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। সেই জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল তিন বছর। কিন্তু নিয়োগের দুমাস পেরোতে না পেরোতেই ইস্তফা দিলেন তিনি। 




নির্বাচনের কাজের জন্য চাপ বাড়ছে, তাই পদত্যাগ বলে দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের। তবে পদত‍্যাগের বিষয়ে এখোনো মুখ খোলেননি এই বিজেপি নেতা। সূত্র মারফত জানা যাচ্ছে, নন্দীগ্রাম থেকে ভোটে দাড়াবেন শুভেন্দু। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেইমতো নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন বিজেপি নেতা। 




এদিকে শুভেন্দুর গড় নন্দীগ্রামে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন স্বয়ং রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এখোনো প্রার্থী ঘোষনা না হলেও তেখালির সভা থেকে নন্দীগ্রামে ভোটে লড়ার কথা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।