বর্ধমান রাজ কলেজ প্রিন্সিপালকে ঘিরে উত্তপ্ত ছাত্রছাত্রীরা, নিয়ন্ত্রণ আনতে বর্ধমান থানার পুলিশ


পূর্ব বর্ধমান:


ফর্ম পূরণ না করেই অনলাইনে পরীক্ষা দিয়ে বিপাকে বর্ধমান রাজ কলেজ এর বেশ কিছু ছাত্র ছাত্রী। সমস্যার সমাধান চেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজ কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখালেন এই ছাত্রছাত্রীরা। বিক্ষোভকে ঘিরে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়।পরে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



বর্ধমান রাজ কলেজ এর তৃতীয় বর্ষের সেমিস্টারের পরীক্ষা অনলাইনে ফর্ম ফিলাপ চলছিল। বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিলেও ফর্ম ফিলাপ করেননি। ফলে তাদের ফলাফল অসম্পূর্ণ থেকে যায়। এই বিষয়ে তাঁরা একাধিকবার কলেজ কর্তৃপক্ষ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এর কাছে আবেদন জানান। এবং গোটা বিষয়টিকে মানবিকতার খাতিরে বিবেচনা করার আবেদন জানান। তাতে কাজ না হওয়ায় আজ তারা কলেজ চত্বরে বিক্ষোভ দেখান।

 

বর্ধমান রাজ কলেজ এর অধ্যক্ষ অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন এই সমস্যাটি নিয়ে একাধিকবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যার সমাধান কিভাবে করা যায় তার চেষ্টা চলছে।