ময়নাগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী



মধুসূদন রায়, ময়নাগুড়িঃ ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে   ময়নাগুড়ি ব্লকের জাবরামালি গ্রামের বাসরতের বাড়ি সংলগ্ন এলাকায় । 

জানা গেছে মৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী। তার বাড়ি ময়নাগুড়ির জাবরামালী গ্রামের গুটিচালি বাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ধুপগুরির দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারলে সেখানেই লুটিয়ে পড়েন জখম ওই ব্যাক্তি। 

এরপর স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। ঘটনার তদন্ত করছে ময়নাগুড়ি থানার পুলিশ।