Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট আরম্ভের দুইদিন আগেই প্রশাসনিক স্তরে বড় রদবদল কমিশনের



ভোট আরম্ভের দুইদিন আগেই প্রশাসনিক স্তরে বড় রদবদল কমিশনের 




২৭শে মার্চ থেকে রাজ‍্যে শুরু বিধানসভা নির্বাচন। তার ঠিক দুইদিন আগে প্রশাসনিক স্তরে রদবদল করলো কমিশন। বিজ্ঞপ্তি জারি করে ৪ পুলিস কর্তা সহ এক জেলাশাসককে বদলি করা হল। এডিজি পশ্চিমাঞ্চল, ডায়মন্ডহারবার পুলিস সুপার, কোচবিহারের পুলিস সুপার ও ডিসি সাউথ পদে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বদলের কথা ঘোষণা করেছে কমিশন। এর পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসককেও বদলি করা হয়েছে। 



ঝাড়গ্রাম জেলার জেলাশাসক পদ থেকে আয়েশা রানিকে সরিয়ে তাঁর জায়গায় সেই পদে আসছেন জয়সী দাসগুপ্ত। আয়েশা রানিকে মুখ্যসচিবের দফতরে পাঠানো হচ্ছে। 


এডিজি পশ্চিমাঞ্চলের দায়িত্ব থেকে আইপিএস অফিসার সঞ্জয় সিংকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস রাজেশ কুমারকে। 


ডায়মন্ডহারবার পুলিস সুপারের পদ থেকে আইপিএস অফিসার অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস অরিজিৎ সিনহাকে। 


আইপিএস অফিসার কে কান্ননকেও কোচবিহারের পুলিস সুপারের পদ থেকে সরিয়ে আনা হয়েছে আইপিএস দেবাশিষ ধরকে।


ডিসি সাউথ পদ থেকে নীলকান্ত সুধীরকেও সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে আকাশ মাঘারিয়াকে। 


ভোট শেষ না হওয়া পর্যন্ত ও নির্বাচনী কাজ শেষ না পর্যন্ত কোনও পদে বদলি হওয়া অফিসারদের বহাল করা যাবে না। 


এদিকে, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরানো হয়েছে সুরজিত্ কর পুরকায়স্থকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code