বর্ধমানে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ১ আহত ২, জাতীয় সড়কে বিক্ষোভ স্থানীয়দের




প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-


বর্ধমান গোদা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আরো দুজনকে।ঘটনাটি ঘটে বুধবার সকালে বর্ধমানের গোদা এলাকায় ২ নং জাতীয় সড়কে। পুলিশ দেরিতে আসায় বিক্ষোভ স্থানীয়দের।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে বর্ধমান থেকে ধীর গতিতে গলসীর দিকে মাল বোঝাই করতে যাচ্ছিলো একটি খালি ট্রাক্টর।ওই সময় বর্ধমানের গোদ এলাকায় একটি মুরগি বোঝাই পিকাপ ভ্যান পিছন থেকে সজোরে ধাক্কামারে ফাঁকা ট্রাক্টরটিকে। আচমকা ধাক্কা মারায় ট্রাক্টর থেকে নিচে পড়ে জান তিন ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত তিনজন ছিলেন সেখ মহিদুল, নিমাই বাউরী ও দিলীপ বাউরীকে। এদের মধ্যে সেখ মহিদুলকে মৃতবলে ঘোষণা করেন চিকিৎসকেরা।



গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন নিমাই বাউরী ও দিলীপ বাউরী। ঘটনার প্রায় দুঘন্টা পর পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ দেরিতে আসায় ক্ষোভে ফেটে পরেন স্থানীয়রা। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী। এরপর কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।