পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি
২৭শে মার্চ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন এবার আট দফার ভোট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলায়। ইতিমধ্যে ভোট গ্রহণের চূড়ান্ত তালিকাও প্রকাশ করে ফেলেছে কমিশন। রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার নমিনেশন সাবমিশন আরম্ভ হয়ে গেছে। দল গুলি ধীরে ধীরে প্রার্থী তালিকাও প্রকাশ শুরু করেছে। রাজ্য শাসক দল তৃণমূল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে বিজেপি, বাম, কংগ্রেস অন্যান্য দলগুলি দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে।
আজ বিজেপির তরফে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দেখে নেওয়া যাক সেই তালিকা-
৬ - হলাকান্দী - মিলন দাস
৬৬ - শিপাঝাড় - পরমানন্দ রাজবংশী
৯১ - হজাই - রামকৃষ্ণ ঘোষ
২২৪ - খড়গপুর সদর - হিরনময় চট্টোপাধ্যায়
২৫৩ - বারজোরা - সুপ্রীতি চ্যাটার্জী
এই প্রথম বিজেপির প্রার্থী তালিকায় তারকা। খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হিরণ। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকা দেখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন তারকা দিয়ে তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে চাইছে। সেখানে এবার বিজেপির প্রার্থী তালিকাতেও তারকা। প্রসঙ্গত, ২০১৬-র বিধানসভা ভোটে খড়গপুর সদর থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। তবে পরে ২০১৯ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েন ও জেতেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর বিধানসভা আসনটি ছেড়ে দেওয়ার সেখানে পুনর্নির্বাচন হলে ওই আসনটি তৃণমূলের দখলে আসে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊