প্রাইমারী টেট ২০১৪ মেধাতালিকা ভুক্ত চাকুরী প্রার্থী ঐক্য মঞ্চের অবস্থান বিক্ষোভ চলছে ছয়দিন ধরে



অরবিন্দ শর্মা, দিনহাটা


কোচবিহার DPSC তে ছয় দিন ধরে চলছে প্রাইমারী ২০১৪ মেধাতালিকা ভুক্ত চাকুরী প্রার্থী ঐক্য মঞ্চের অবস্থান বিক্ষোভ।

আজ সকালে পদযাত্রা বের হয়।এই পদযাত্রা বাস স্ট‍্যন্ড  হয়ে হরিস পাল চৌপথী হয়ে DI অফিসের সামনে আসেএবং সেখানে পথ অবোধ করে।

উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বর্মন,রাজু মোদক,অমিত প্রমুখ।