উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
ইতিমধ্যে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। ১৫ই জুন, ২০২১ থেকে শুরু করে ৩০শে জুন ২০২১ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে।
আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য একটি ইমেইল আইডি প্রকাশ করলো সংসদ। আসন্ন পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যদি কোন সমস্যা থাকে তবে সেই মেইল আইডিতে জানাতে পারবে।
এক্ষেত্রে পরীক্ষার্থীকে মেইলএ অবশ্যই এবছরের ক্রমিক সংখ্যা, নিবন্ধিকরণ সংখ্যা, নাম ইত্যাদি উল্লেখ করতে হবে।
মেইল আইডিটি হলো- hs2021query@gmail.com
বিজ্ঞপ্তিটি দেখে নিন-
10 মন্তব্যসমূহ
পরীক্ষা টা একটু তলিয়ে দেখলে ভালো হয়। পরীক্ষা কী হবে যথাযথ সময়ে?
উত্তরমুছুনRoll no.
উত্তরমুছুনHigher secondary examination question pattern 2021 ?
উত্তরমুছুনName Haridasi Patra ,registration number
উত্তরমুছুনBad ওজোন ও Good ওজোন কী ?
উত্তরমুছুনবাসন্তিকস্বপ্নম্ নাটকটি কোন ছন্দে রচিত?
উত্তরমুছুনবাসন্তিকস্বপ্নম্ নাটকটিতে কোন ছন্দে রচিত?
উত্তরমুছুনmy nameis Rajib sk exam online aki hobe bolban aktu
উত্তরমুছুন২০২১ - উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে নাকি হবে না ?
উত্তরমুছুনবললে একটু সুবিধা হয়।
২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষা কোভিড এর সময় না হয়ে যদি পিঁছানো যায় বা একই রুটিন অনুযায়ী যদি অনলাইনে নেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা ও ছাত্রছাত্রীদের বাড়ির সকলের জন্য ভালো হবে। সুতরাং এই কথাটি যদি বিবেচনা করা হয় তাহলে সকলের পকে ভালো হবে বলে আমার ভরসা৷ মাননীয শিক্ষামন্ত্রী আপনার কাছে এই আবেদন জানাচ্ছি ৷
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊