জ্বালানির পর এবার বাড়ছে ওষুধের দাম





পেট্রোল- ডিজেল জ্বালানির মূল্য বৃদ্ধির পর এবার দাম বাড়ছে ওষুধের। পেইনকিলার, অ্যান্টিনোফ্ল্যাটিভ, কার্ডিয়াক এবং অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে চলেছে। শুক্রবার জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার ওষুধ প্রস্তুতকারীদের পাইকারি মূল্য সূচকে ০.৫ শতাংশ হারে বাড়ানোর অনুমতি দিয়েছে। ফলে পেইনকিলার, অ্যান্টিনোফ্ল্যাটিভ, কার্ডিয়াক এবং অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধের দাম বাড়বে। এপ্রিল থেকেই বাড়তে পারে দাম বলেই খবর। জানা যাচ্ছে ২০ শতাংশ হারে বাড়বে দাম।




শুক্রবার ওষুধের মূল্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানায়, ২০ শতাংশ দাম বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ডব্লিউপিআই অনুযায়ী ওষুধ নিয়ন্ত্রকের মাধ্যমে প্রতি বছর ওষুধের নির্ধারিত দাম বাড়ানোর অনুমতি দেওয়া হয়। সেই মতই এই বৃদ্ধি। ওষুধ প্রস্তুতকারীদের দাবি ১৫-২০ শতাংশ হারে ওষুধ শিল্পে উৎপাদন ব্যয় বেড়েছে।




প্রসঙ্গত, ওষুধ তৈরির বেশির ভাগ কাঁচামাল আসে চিন থেকে। প্রায় ৮০-৯০ শতাংশ। কার্ডিও ভাস্কুলার, ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ এবং ভিটামিন উৎপাদন করার জন্য বেশিরভাগ উপাদানগুলিই চিন থেকেই আসে কিন্তু করোনার জেরে আমদানি কমে গেছে পাশাপাশি বেড়েছে খরচ। চিন আগের থেকে ১০-২০ শতাংশ দামও বাড়িয়ে দেয়। ফলে বাড়ছে ওষুধের দাম।