এক সময় যে কালো হাত ভেঙে ফেলার কথা বলতেন বামপন্থীরা, আজ তা ফর্সা হয়ে গেল কী করে? প্রশ্ন মোদীর 





বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজ বিজেপির ব্রিগেড সমাবেশ হল কলকাতায়। আর সেই ব্রিগেড সমাবেশ থেকেই তৃণমূলকে তো বিঁধলেন সাথে কটাক্ষ করলেন বাম কংগ্রেস জোটকেও। বাম কংগ্রেস জোট নিয়ে বামকে প্রশ্ন ছুড়লেন কালো হাত ফর্সা হল কি করে? 




এদিন মোদী বলেন, ‘স্বাধীনতার পর কয়েক বছর বাংলায় উন্নয়নের কাজ হয়েছে। তার পর থেকে এখানে শুরু হয়েছে ভোটব্যাঙ্কের রাজনীতি। আর সেই রাজনীতিকেই এগিয়ে নিয়ে গিয়েছে বামপন্থীরা’। আর তারপরেই বলেন, এক সময় বামপন্থীরা বলতেন কংগ্রেসের কালো হাত গুড়িয়ে দাও। তারপর তিন দশক বাংলায় শাসন করেছে বামপন্থীরা। তাঁর প্রশ্ন 'আজ সেই কালো হাতের কী হল রে? কালো হাত কী করে ফর্সা হলো রে? যে হাত একদিন তারা ভেঙে ফেলার কথা বলতেন, আজ সেই হাতেরই আশীর্বাদ নিয়ে ওরা চলছে’।




রাজনৈতিক কিশেষজ্ঞরা মনে করছে এবারের লড়াইয়ে তৃণমূল ও বিজেপিই মূল। তেমন কোনো দাগ কাটতে পারবে না বাম কংগ্রেস জোট। কিন্তু সেটুকুও উপেক্ষা করতেও রাজি নয় গেরুয়া শিবির। আর তা স্পষ্ট মোদীর কথায়। প্রসঙ্গত, এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে প্রতিহত করতে জোট বেঁধেছে বাম কংগ্রেস আইএসএফ।