Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?




বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? উসকে উঠলো জল্পনা





কিছুদিন আগে কলকাতায় মোদীর ব্রিগেডে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই বিজেপির মুখ‍্যমন্ত্রী মুখ মিঠুন চক্রবর্তী হওয়ার জল্পনা উসকে উঠেছিল। একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি কিন্তু নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসেবে নাম দেখা যায়নি মিঠুন চক্রবর্তীর। ফলে সেই জল্পনায় কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু জল্পনা এবার আর একবার উসকে উঠলো। এবার কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। এই খবর প্রকাশ‍্যে আসতেই নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহণের জল্পনা উসকে উঠেছে।




কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী।বিজেপিতে যোগদানের আগে বোনের বাড়িতে ওঠেন মিঠুন। তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। আর কলকাতার ভোটার তালিকায় নাম ওঠার পরেই জল্পনায় ইন্ধন পায়। রাজনৈতিক মহল মনে করছে ভোটছ লড়তে পারেন মিঠুন। যদিও এনিয়ে মুখ খোলেননি মিঠুন।




৭ই মার্চ মোদির ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়ে বলেন, আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। দাদার প্রতি ভরসা রাখবেন। বিশ্বাস রাখুন। দাদা কখনও ভয় পেয়ে পালিয়ে যায়নি। এক ছোবলে ছবি। কেউ পালাতে পারবে না।মিঠুন বলেছিলেন, আমি বাঙালি। গর্বিত বাঙালি। বাংলায় যারা থাকে আমি তাদের সবাইকে বাঙালি বলেই মনে করি। তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানের প্রচারে যখন তৃতীয়বার সরকার গঠনের চেষ্টায় তৃণমূল তখন মিঠুনের বাঙালিয়ানাই বিজেপির হাতিয়ার বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মিঠুন বিজেপির প্রার্থী হন কিনা, সেটাই এখন দেখার।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code