Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়নাতে আক্রান্ত বিজেপি প্রার্থী তথা তারকা অশোক দিন্দা, অভিযোগের তীর তৃণমূলের দিকে




ময়নাতে আক্রান্ত বিজেপি প্রার্থী তথা তারকা অশোক দিন্দা, অভিযোগের তীর তৃণমূলের দিকে 



দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা । অভিযোগের তীর তৃণমূলের দিকেই। প্রচার কার্য শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে তৃণমূলের পথসভায় রেলি আসছিলা। সেই রেলির কয়েকজন প্রার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তার গাড়ি ভাঙচুর করে। প্রার্থীর সঙ্গে যেসব বিজেপি কর্মীরা ছিল তাদের মারধর করে। 



তাদের তমলুক হাসপাতালে ইমারজেন্সি তে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম মন্ডলের সভাপতি সমীর দাসকে বেধড়ক মারধর করা হয়। বিজেপির আইটি সুজিত মাইতি কেও মারা হয়। অশোক দিন্দা বিডিও অফিসে কোনোক্রমে আশ্রয় নিয়ে বেঁচে যান বলে খবর।

ময়নাতে আক্রান্ত বিজেপি প্রার্থী তথা তারকা অশোক দিন্দা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Posted by Sangbad Ekalavya on Tuesday, March 30, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code