১লা এপ্রিল থেকে পরিবর্তন হতে চলেছে একগুচ্ছ নিয়ম, জানুন বিস্তারিত 



১লা এপ্রিল নতুন অর্থবর্ষ। আর নতুন অর্থ বর্ষ থেকে পরিবর্তন হতে চলেছে বেশ কিছু নিয়ম। রান্নার গ্যাসের দাম, ব্যাঙ্কিং, ইপিএফে বিনিয়োগ অনুযায়ী আয়কর বিধি, টিডিএস/টিসিএস কাটার নিয়ম ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আসবে। ফলে আগে থেকেই নিজের পকেটের একটু খেয়াল রাখা বাঞ্চনীয়। কারণ, এই পরিবর্তনের জেরে মুদ্রাস্ফিতীও হতে পারে। 




কেন্দ্রের ঘোষনা অনুযায়ী, এখন থেকে প্রতি মাসেই ওঠানামা করবে গ‍্যাসের দাম। নতুন আর্থিক বর্ষে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম আরও বৃদ্ধি পাবে বলেই আভাস রয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই লাগাতার গ‍্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। 




১লা এপ্রিল থেকে আয়কর জমার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। এখন থেকে সঠিক সময়ে আয়কর জমা না দেওয়া হলে টিডিএস কাটা যাবে। 




ইপিএফ নিয়মেও আসতে চলেছে পরিবর্তন। আড়াই লাখের বেশি টাকা ইপিএফ-এ বিনিয়োগ হলে তা আয়করের আওতায় পড়বে বলে খবর। 




১লা এপ্রিল থেকে একাধিক ব‍্যাঙ্ক সংযুক্তিকরণের জেরে বাতিল হতে চলেছে সেই সব ব‍্যাঙ্কের পাসবুক, চেকবুক। দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক- এই সকল ব্যাঙ্কে আপনার একাউন্ট থাকলে শীঘ্রই ব্যাঙ্কে আবেদন করে নতুন ব্যাঙ্কের পাসবই ও চেকবইয়ের জন্য আবেদন করতে হবে।




LTC বা লিভ ট্রাভেল কনসেশন স্কীমের আওতায় কোনো ভ্রমণে বিশেষ পণ্য বা সেবা উপলব্ধ করতে গেলে কর্মস্থল থেকে সুবিধা পাবেন।