শোকজ দিনহাটার তৃণমূল সদস্য ও পদাধিকারী সহ বেশ কয়েকজন নেতা 



সম্মুখে ভোট। তার আগে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস সদস‍্য ও পদাধিকারী একাধিক সদস‍্যকেকে শোকজ করলো দল। ইতিমধ‍্যে রাজ‍্যে নির্বাচনের দিনক্ষন ঘোষিত হয়েছে। ২৭শে মার্চ থেকে শুরু ভোট। কোচবিহারে নির্বাচন চতুর্থ দফায় আগামী ১০ই এপ্রিল তার আগে দিনহাটা বিধানসভায় দাপিয়ে বেড়ানো একাধিক উচ্চ তৃণমূল নেতা শোকজ করা হল। দলের নির্দেশ অনুযায়ী কাজ না করার অভিযোগে এই শোকজ বলেই জানা গেছে। 


এদিন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় এক প্রেস বিবৃতি প্রকাশ করে জানান, রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সদস্য ও পদাধিকারী মীর ইকবাল কবীর, মিলন সেন, বাবলা নন্দী, অজয় রায়, সাবির সাহা চৌধুরী, তরনীকান্ত বর্মন মহাশয়দের দলের নির্দেশ অনুযায়ী কাজ না করার জন্য আজ ১৭/০৩/২০২১ তারিখে শোকজ করা হল। তিনদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে দলের নির্দেশেই কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিবৃতি সোশ‍্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পার্থ প্রতিম রায়। 


ভোটের মুখে একসঙ্গে এতজন নেতাকে শোকজ করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে, বাড়ছে উত্তেজনা। ভোটের মুখে এভাবে মীর ইকবাল কবীর, মিলন সেন, বাবলা নন্দী, অজয় রায়, সাবির সাহা চৌধুরী, তরনীকান্ত বর্মনদের মতো চেনা নেতাকে শোকজ করায় তাঁর প্রভাব ভোটে পড়বে না তো? এমনটাই গুঞ্জন চলছে। যদিও তিনদিনের মধ‍্যে উত্তর চাওয়া হয়েছে। তারপর পরবর্তী পদক্ষেপ। কি হয় এখন তাই দেখার।