দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো সংযুক্ত মোর্চা 


২৭শে মার্চ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ‍্যে আটদফায় নির্বাচনী সূচি ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। আজ বাম-কংগ্রেস-আইএসএফ জোট সংযুক্ত মোর্চার তরফে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষনা করা হয়। এদিন কলকাতায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষনা করেন। 



দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা: 



বাসন্তীতে আরএসপি প্রার্থী সুভাষ নস্কর,

কুলতলিতে সিপিএম প্রার্থী রামশঙ্কর হালদার।

রায়দিঘিতে সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়।

জয়নগরে অপূর্ব প্রামাণিক

বারুইপুর পশ্চিমে সিপিএম প্রার্থী লায়েক আলি,

ডায়মন্ড হারবারে প্রতীক উর রহমান

সাতগাছিয়ায় সিপিএম প্রার্থী গৌতম পাল,

উলুবেড়িয়া দক্ষিণে ফব প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ

তারকেশ্বরে সিপিএম প্রার্থী সুরজিত ঘোষ,

আরামবাগে সিপিএম প্রার্থী শক্তি মোহন মালিক

বিষ্ণুপুরে প্রার্থী ঝুমা কয়াল,

গোঘাটে ফরোয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মালিক

গোঘাটে ফব প্রার্থী শিবপ্রসাদ মালিক,

মেখলিগঞ্জে ফব প্রার্থী গোবিন্দ রায়

মাথাভাঙায় সিপিএম প্রার্থী অশোক বর্মণ,

কোচবিহার উত্তরে ফব প্রার্থী নগেন রায়

দিনহাটায় ফব প্রার্থী আব্দুর রউফ,

কুমারগ্রামে আরএসপি কিশোর মিঞ্চ

কুলপি ও ক্যানিং পূর্ব প্রার্থী ঘোষণা করবে আইএসএফ

ফালাকাটায় সিপিএম প্রার্থী ক্ষীতিশচন্দ্র রায়,

সোনারপুর দক্ষিণে সিপিআই প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায়

কসবায় সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ,

যাদবপুরে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী

সোনারপুর উত্তরে সিপিএম প্রার্থী মোনালিসা সিন্হা,

বেহালা পশ্চিমে সিপিএম প্রার্থী নিহার ভক্ত

মহেশতলায় প্রার্থী প্রভাত চৌধুরী,

মেটিয়াবুরুজে সিপিএম প্রার্থী মহম্মদ জামাল

বালিতে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর,

হাওড়া উত্তরে সিপিএম প্রার্থী পবন সিংহ

শিবপুরে ফব প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য,

হাওড়া দক্ষিণে সিপিএম প্রার্থী সৌমিত্র অধিকারী

ডোমজুড়ে সিপিএম প্রার্থী উত্তম বেরা,

উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য,

চন্দননগরে সিপিএম প্রার্থী গৌতম সরকার

বলাগড় : সিপিএম প্রার্থী ময়ামায়া মণ্ডল,

পান্ডুয়া : সিপিএম প্রার্থী আমজাদ হোসেন

চণ্ডীতলা : সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম,

রাজগঞ্জ : সিপিএম প্রার্থী রতন রাই

ডাবগ্রাম-ফুলবাড়ি : সিপিএম প্রার্থী দিলীপ সিং,

শিলিগুড়ি : সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য

টালিগঞ্জ : দেবদূত ঘোষ,

চাকদহ : সিপিএম প্রার্থী নারায়ণ দাশগুপ্ত

কল্যাণী : সিপিএম প্রার্থী সবুজ দাস।

কামারহাটি: সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র

দমদম : সিপিএম প্রার্থী পলাশ দাস।

রাজারহাট নিউটাউন : সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব

রাজারহাট গোপালপুর : সিপিএম প্রার্থী শুভজিত দাশগুপ্ত।

বারাসাত : ফব প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়

হিঙ্গলগঞ্জ : রঞ্জন মণ্ডল।

খণ্ডঘোষ: সিপিএম প্রার্থী অসীমা রায়

মেমারি : সিপিএম প্রার্থী সনৎ বন্দ্যোপাধ্যায়।

বর্ধমান উত্তর : চণ্ডীচরণ লেট

চোপড়া : সিপিএম প্রার্থী আনারুল হক।

চাকুলিয়া : ফব প্রার্থী আলি ইমরান।

ইটাহার : সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়।

করিমপুর : সিপিএম প্রার্থী প্রভাস মজুমদার।

পলাশিপাড়া : সিপিএম প্রার্থী এস এম সাদি।

নাকাশিপাড়া : সিপিএম প্রার্থী শুক্লা সাহা চক্রবর্তী

বনগাঁ দক্ষিণ : সিপিএম প্রার্থী প্রীতিকুমার রায়।

বীজপুর : সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত

জগদ্দল : ফব প্রার্থী নিমাই সাহা।

ব্যারাকপুর : সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক।

খড়দহ : সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস।

দমদম উত্তর : তন্ময় ভট্টাচার্য।

কেতুগ্রাম : সিপিএম প্রার্থী মিজানুর করিম।

আউসগ্রাম : সিপিএম প্রার্থী চঞ্চল মাজি

গলসি: ফব প্রার্থী নন্দ পণ্ডিত।

বালুরঘাট : আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস

তপন : আরএসপি প্রার্থী প্রভু ওঁরাও।

গাজোল : সিপিএম প্রার্থী অরুণ বিশ্বাস

জঙ্গিপুর : আরএসপি প্রদীপ নন্দী।

ভগবানগোলা : সিপিএম প্রার্থী কামাল হোসেন।

বালিগঞ্জ : ফুয়াদ হালিম।

জামুড়িয়া : সিপিএম প্রার্থী ঐশি ঘোষ।

আসানসোল দক্ষিণ: সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষ।

ইংরেজবাজার : সিপিএম প্রার্থী কৌশিক মিশ্র

জলঙ্গি : সিপিএম প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা।

বেলেঘাটা : সিপিএম প্রার্থী রাজীব বিশ্বাস।

শ্যামপুকুর : ফব প্রার্থী জীবন সাহা।

মানিকতলা : সিপিএম প্রার্থী রূপা বাগচি।

কাশীপুর বেলগাছিয়া : সিপিএম প্রার্থী প্রতীক দাশগুপ্ত।

রামপুরহাট : সিপিএম প্রার্থী সঞ্জীব বর্মন।

নলহাটি : ফব প্রার্থী দীপক চট্টোপাধ্যায়।