টেস্ট ও টি-২০ সিরিজ অতীত, এবার একদিনের ম্যাচে ভারত- ইংল্যান্ড, দেখুন দুই দলে কে কে থাকছেন 



মঙ্গলবার থেকে শুরু ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ। তিন ম্যাচের একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে। মাঠে কোনও দর্শকেরই প্রবেশাধিকার থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।মঙ্গলবার একদিনের সিরিজের প্রথম ম্যাচ। পরের দু’টি ম্যাচ ২৬ ও ২৮ মার্চ। খেলা শুরু হবে দুপুর দেড়টা থেকে।



একদিনের সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে আছেন বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।




একদিনের সিরিজের জন্য ইংল্যান্ডের ঘোষিত ১৪ জনের দলে আছেন ইয়ন মর্গ্যান, মইন আলি, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি ও মার্ক উড।